আগামী ৩ জুন সিলেট জেলায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সিলেট জেলার বন্যা পরিস্থিতির কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।