সিলেট লাইভ ডেস্ক :: সিলেট শহরতলীর শিবেরবাজার এলাকায় ৩০ পিস ইয়াবাসহ শেখ ফরিদ আহমদ ওরফে লিটন (৪০) নামের ১ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. জোবায়ের খান, এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিরস্ত্র) মামুন হাসান, এটিএসআই রাসেল সিকদারসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী ছাতক উপজেলাধীন কালীপুর গ্রামের শেখ মো. আলীজানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খাঁন। তিনি জানান, এ ঘটনায় এএসআই (নি.) মামুন হাসান বাদী হয়ে তাকে আসামি করে জালালাবাদ থানায় মামলা (মামলা নং- ২০, তাং-১৯/০১/২০২১ খ্রি.) দায়ের করেছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।