হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়াকে ইয়াবাসহ গ্রেফতার হওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। হবিগঞ্জ জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূইয়া কারারক্ষী মিলনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদক মামলা নিষ্পত্তি হলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
কিছুদিন পূর্বে মিলন মিয়া হবিগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য, রোববার রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবা ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে কারারক্ষী মিলন মিয়া (২৮) ও তার দুই সহযোগী অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়াকে (২৪) আটক করে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।