মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালতির পানিতে ডুবে জুবায়েদ মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের অসাবধানতার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানায় প্রতিবেশীরা।
মঙ্গলবার দুপুরে মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের সিএনজি অটোরিকশা চালক মো. সাদেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মে) দুপুরে শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। এ সময় তার মা গৃহস্থালি কাজের জন্য এক বালতি পানি শিশুটির কাছে রেখে বাহিরে লাকড়ি আনতে যান। এক পর্যায়ে খেলতে গিয়ে শিশুটি বালতির পানিতে উপুড় হয়ে পড়ে মারা যায়।
কিছুক্ষণ পর তার মা ঘরে এসে দেখেন ছেলে বালতির পানিতে উপুড় হয়ে পরে আছে। এ সময় তিনি কান্নকাটি শুরু করলে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।