সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের হাতেই নৌকা তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য হয়ে যাওয়া আসনে উপ-নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মধ্যে শুরু হয় আলোচনা।
এই আসনের পরবর্তী সংসদ সদস্য কে হচ্ছেন, এই নিয়ে সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ২৫ জনকে পাশ কাটিয়ে মনোনয়ন পাকা পক্ত করে চমক দেখিয়েছেন হাবিবুর রহমান হাবিব।
শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়।
আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।