নিজস্ব প্রতিবেদক
এসএমপি পুলিশ লাইন্সে জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচন এর ডিউটি পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং অনুষ্ঠানের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকারসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ ও সহকারী পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আরআই এসএমপি সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।