সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ দুইজনই শাহীন স্কুল শিবগঞ্জ শাখার সপ্তম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ ছাত্রীরা হলেন শিবগঞ্জ লামাপাড়া এলাকার মোহিনী-৩৫ নম্বর বাসার ভাড়াটিয়া মো. আব্দুস সত্তারের মেয়ে মোছা. শাহী শাহনূর (১২) এবং অপরজন সেনপাড়া এলাকার পুষ্পায়ন ৮৪/এ-এর ভাড়াটিয়া আখলাক চৌধুরীর মেয়ে মোছা. ছামিনা আক্তার (১৪)।
এ ঘটনায় শনিবার (২৩ এপ্রিল) উভয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শনিবার নিখোঁজ দুইজন ছাত্রী স্কুল ছুটির পর দুপুর দেড়টার দিকে বাসায় ফেরার কথা থাকলেও তারা বাসায় না যাওয়াতে উভয়ের পরিবারের পক্ষ থেকে স্কুলসহ প্রতিবেশী এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাদের কোনো সন্ধান পাওয়া যায় নি।
নিখোঁজ স্কুল ছাত্রী মোছা. শাহী শাহনূর এবং মোছা. ছামিনা আক্তারের কোনো খোঁজ পেলে মো. আব্দুস সত্তার-০১৭১২-৬৩০৪৮৩ এবং আখলাক ০১৩০৬৬০৭৩০৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।