আজ বৃহস্পতিবার থেকে ৩দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এবং ৩ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে আজ বৃহস্পতিবার যে সব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে কুশিঘাট বাজার থেকে টিলাগড় রোড পর্যন্ত।
এছাড়া ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস, গোটাটিকর, চন্ডীপুল, বাইপাস রোড, পিরোজপুর, বাস টার্মিনাল, নেওয়া কর্ণার, কদমতলী আবাসিক, পাঠানপাড়া, আলমপুর, গঁঙ্গানগর, গঁঙ্গারামেরচক, ষাটঘর, কুশিঘাট, পালপুর এবং বিসিক ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন অন্যান্য এলাকা।
এছাড়াও আগামী ৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোরহান উদ্দিন মাজার রোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।