সারা বিশ্বের ন্যায় আজ সিলেটে বিশ্ব ইয়োগা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতায় ও একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস-এর উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালিত হয়।
নগরীর মির্জাজাঙ্গালে মনিপুরি রাজবাড়ীতে শ্রীশ্রী মহাপ্রভু জিউ-এর মন্দিরে এ উপলক্ষে ইয়োগা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস এমকা’র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় ইয়োগা সম্পর্কে বক্তব্য রাখেন এমকার সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক সান্তনা দেবী। পওে সদস্যরা ইয়োগা প্রদর্শন করেন।
আলোচনাকালে বক্তারা বলেন, মানুষের মন ও শারিরীক সুস্ততার জন্য ইয়োগা একটি বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত যোগাভ্যাসের ফলে দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় থাকে এবং নিজের কাজের স্কিল বাড়ে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।