সিলেট লাইভ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রাম থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাতে তাকে তার ঘর থেকে আটক করা হয়। আটককৃত হেলিম উদ্দিন (৪৮) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন জানিয়েছেন, হেলিম উদ্দিনের কাছ থেকে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি একজন মাদক ব্যবসায়ী। তিনি আরও জানান, হেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটলাইভ২৪ডটকম/০৯ জানুয়ারী/এসবি
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।