সিলেট মহানগরের কাজিটুলা এলাকায় র্যাব-৯ এর একটি টিমের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং এক মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তার মো. রুমন (৪০)। তিনি পাবনা সদর থানার শিবরাপুর এলাকার মৃত মোতাহারের পুত্র। জিজ্ঞাসাবাদে রুমন ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজিটুলা এলাকার লোহারপাড়ার ওয়াজেদ ভিলা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুমনকে জব্দকৃত আলামতসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।