সিলেট নগরে আকস্মিক বন্যার কারণে উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর এবং আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এ কারণে বিদ্যুৎ গ্রাহকগনের জান মালের নিরাপত্তার স্বার্থে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এক জরুরী সর্তক বার্তা দিয়েছে সিলেট বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আকস্মিক বন্যার কারণে উপশহর, সোবহানীঘাট, মেন্তিবাগ, মুরাদপুর এবং আশপাশের প্লাবিত হওয়ায় জান মালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুটি বা অন্যাণ বৈদুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর দপ্তরের যোগাযোগ করুন।
এই ০১৬২৫০৩৮৭৮৪ অথবা ০২৯৯৬৬৩৩১৭৩ নাম্বারে ফোনে জানাতে পারেন।
প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই এ ব্যপারে সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এই বন্যার সময় সব ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।