সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মো. নাজিম উদ্দিন (৪৫) নামের এক ‘কুখ্যাত’ মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার সিলাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজিম সিলামের মাঝপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্নেহাশীষ পৈত্য, এসআই যতন চন্দ্র পাল, এএসআই মো. মোস্তফা কামাল, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. আপন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। নাজিম চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট মহানগরীসহ বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।