সিলেট লাইভ ডেস্ক :: সিলেটে শ্রমিকদের কর্মবিরতির নামে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সমঝোতা বৈঠকে ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন শ্রমিকরা। স্বাধীনতার রজতজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণখাতের নেতারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদের উপস্থিতিতে আপোষ বৈঠকের কর্মাবিরতি স্থগিত করা হয় বলে জানান তারা।
শুক্রবার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল , মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং ঘটনার মধ্যস্থতাকারী সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চেয়ারম্যান শেখ মকন মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপিত আব্দুর রহমান রিপন ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান উদ্যোগে বৈঠক অনুষ্টিত হয়।
উল্লেখ্য, সিলেট নগরের চৌহাট্টায় সিটি করপোরেশনের কর্মীদের সাথে সংঘর্ষের জেরে আগামীকাল রোববার (১৪ মার্চ) থেকে এইা ধর্মঘট ডেকেছিলেন শ্রমিক নেতারা।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।