সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগের ৪র্থ দিনের বিশেষ অভিযান চালিয়ে মোট ৭৪টি যানবাহন আটক ও একই সঙ্গে পরিবহন আইনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৯টি মামলা রুজু করেছে। মঙ্গলবার নগরীর বিভিন্নস্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে এসএমপি’র ট্রাফিক বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।
তিনি আরো জানান, ৪র্থ দিনের এসএমপির চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে প্রসিকিউশন মামলা এবং যানবাহন আটক করা হয়েছে। এরমধ্যে ৩২টি মোটরসাইকেল, ১৬টি সিএসজি, ৫টি কার, ১টি পিকআপ, ৪টি মাইক্রো এবং ১ টি বাসে মোট ৫৯টি মামলা দেয়া হয়েছে। এছাড়া ৩৩টি মোটরসাইকেল, ২২টি সিএনজি, ৩টি কার, ৯টি ব্যাটারী চালিত রিক্সা, ৩টি টমটম, ১টি বাস এবং ২টি ট্রাকসহ মোট ৭৪ টি যানবাহন আটক করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।