সিলেট লাইভ ডেস্ক :: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরো ১১৩ জনের। এর মধ্যে সিলেট ওসমানী হাসপাতালে ১৫ জন, সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজাওে ১৪ জন।
এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৯৪৮ জন। এছাড়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪২ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪১ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৩১৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩০৬ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ২ জন রোগী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।