নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৯১টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯.৫৩ ভাগ। একই সময়ে করোনায় সিলেট জেলায় ৬ জন ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলায় নতুন করে ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৬২ জন, সুনামগঞ্জে ১২০ জন, হবিগঞ্জে ৬৬ জন ও মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬হাজার ৯১৮ জনের।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। নতুন সুস্থ ৩৭৭ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৯ হাজার ২২০ জন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।