এসএমপির জালালাবাদ থানা এলাকায় এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল জালালাবাদ থানার উমাইরগাঁওয়ের আব্দুল মনাফের পুত্র মোহাম্মদ আলী (২৩), জাঙ্গাইল গ্রামের মৃত কালা মিয়ার পুত্র দৌলত মিয়া (২৮), দিঘীরপাড় গ্রামের আলী আহমদের পুত্র ফরহাদ ও বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের আলতাব হোসেনের পুত্র মো. ইব্রাহীম আলী (২৪)।
শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জালালাবাদ থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুল হুদা খান বলেন, বৃহস্পতিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে জালালাবাদ থানায় আসামীদের বিরুদ্ধে নারী-নির্যাতন মামলায় অভিযোগ দায়ের করেন। মামলা নং ১৭/১৯/০৫/২২।
অভিযোগে উল্লেখ, গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে আসামীরা তার ১৭ বছর বয়সী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে। এরপর পুলিশ সক্রিয় হয়ে উঠে এবং আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠায়।
তিনি জানান, ধর্ষিতাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।