সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৮৮ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ৫৯১ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৯০৮ জনের স্যাম্পল পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৯১ জনের। শনাক্তের হার ৩০.৯৭ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৬২ জনের।
একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৪৯৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৩০৬০ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৯৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।