সিলেটের এয়ারপোর্ট এলাকার উমদাপাড়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই গৃহবধূর নাম রোকশানা আক্তার (১৮)। তিনি উমদাপাড়ার রাজন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার যেকোন সময় গৃহবধূ রোকশানা আক্তার তার স্বামীর বাড়ীর গোয়াল ঘরের টিনের চালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার (রোকশানা) স্বামী রাজন মিয়া স্ত্রীর ঝুলন্ত লাশ দেখার পর পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে রোকশানার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।