সিলেট লাইভ ডেস্ক
সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকায় ১৬ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টাকালে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকা থেকে এ দু’জনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
গ্রেফতারকৃতরা হল আব্দুল আহাদ (৩০) সে গোলাপগঞ্জ থানার কায়স্থগ্রামের মৃত উমর আলীর ছেলে ও রুবেল আহম্মেদ (২৭) একই থানার ফুলবাড়ী এলাকার মো. খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, র্যাব-৯ এর সদর কোম্পানি সিলেট ক্যাম্প’র একটি দল মোগলাবাজার থানার দক্ষিণ কুশিঘাট এলাকার শাহজাহান রহিম মেম্বারের দোকানের সামনে থেকে ১৬ বছরের এক কিশোরী উদ্ধার এবং তাকে অপহরণকারী আব্দুল আহাদ ও মো. রুবেল আহম্মেদ নামের দুজনকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন ও এএসপি সোমেন মজুমদার। পরে ওই কিশোরী ও গ্রেফতারকৃত দু’জনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।