সিলেট লাইভ ডেস্ক :: এসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়ার্ড এর উদ্যোগে সিলেটের উপশহরস্থ প্রধান কার্যালয়ে অনলাইন প্লাটফর্ম ভিত্তিক অংশীদারিত্ত্বমূলক দিনব্যাপী এক আন্তর্জাতিক ওয়ার্কশপ ওয়েভিনারের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
নরেজিয়ান সংস্থা নরেক এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে ওয়ার্কশপটি এওয়ার্ড-বাংলাদেশ এবং সিডিপিএস-নেপাল এর অংশগ্রহণের মাধ্যমে অনুষ্টিত হয়।
এওয়ার্ডের প্রোগ্রাম কো- অর্ডিনেটর ফারুক আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এওয়ার্ড এর নির্বাহী পরিচালক কাজী মোঃ আবুল কালাম আজাদ। ওয়ার্কশপটির শুভ উদ্ভোধন করেন নরেকের প্রোগ্রাম এডভাইজার মেরিট রেইদুনইরডাল।
দিনব্যাপি ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এওয়ার্ডে-এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান-ছাব্বির আহমেদ, ট্রেজারার-এম এ হালিম চৌধুরী, আজীবন সদস্য-হুমায়ুন ইসলাম কামাল, প্রধান উপদেষ্টা-জিয়াউল হক, উপদেষ্টা-বিনা সরকার ও সৈয়দ মিছবাহ উদ্দিন। এওয়ার্ড কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার-বাবুল আক্তার, হিসাবরক্ষক-সৈয়দ ছালেম হোসাইন, সিনিয়র ট্রেনিং অফিসার-মোছাঃ মাজেদা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা-মনির হুসেইন ও চৈতি নাসরিন এবং আইটি অফিসার-তামিম আহমদ প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন ,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেট জেলার সহকারি পরিচালক-মোঃ নজরুল ইসলাম ভূঁঞা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিসটেন্ট প্রফেসর প্রনবকান্তি দেব, স্কলারর্সহোম স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান-কাজী সুহাদা বেগম, এনজিও প্রতিনিধি জৈন্তীয়া ছিন্নমূল সংস্থার নির্বাহী পরিচালক-এটি এম বদরুল ইসলাম ও সাংবাদিক খালেদ আহমদ। দিনব্যাপি ওয়ার্কশপে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এওয়ার্ড-বাংলাদেশ এবং সিডিপিএস-নেপালের যৌথ উদ্যোগে প্রনীত বছরব্যাপি কর্মপরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে চুড়ান্তকরন করা হয়।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।