সিলেট লাইভ ডেস্ক
সিলেটের সালিসি ব্যক্তিত্ব, সিলেট বিএনপির প্রবীণ নেতা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়ার হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পরলে তার পরিবার তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১৯ মে) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এসময় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন শেখ মো. মকন মিয়ার কনিষ্ট পুত্র মাহফুজুর রহমান মুন্না। পাশাপাশি তিনি সিলেটসহ দেশবাসীর নিকট তাঁর আব্বার জন্য দু’আ চেয়েছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।