সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে বাল্কহেডের সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার রুমেল (২৮)-এর লাশ তিনদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে নন্দীরহাঁও ইউনিয়নের রানি গঞ্জ গ্রামের চেঙ্গেরখাল নতবর টলাবিল হাওরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমেল আহমদ উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গেরখাল নদীতে টলার হাওর স্থানীয় পীরেরগাঁও নিদাই মিয়ার বাড়ীর পাশে রুমেলের লাশ ভাসতে দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম খাঁন ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেন।
এর আগে, গত বুধবার (৭ জুলাই) দুপুরে চেঙ্গের খাল সেতু সংলগ্ন এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হন রুমেল।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।