অজয় বৈদ্য অন্তর কিছু কিছু মানুষের জীবন গল্পের চেয়েও ঘটনাবহুল হয় তার কর্মে, মানুষের হৃদয়ে স্থান করে নেন স্বীয় সাধনায়, স্বর্ণপদক জয়ী জুইঁও তাদেরই একজন। শিল্পীর জীবন সাধারণ মানুষের চেয়ে একটু ভিন্ন, তাঁর দেখবার চোখ অনন্য, ভাবনার শক্তিও গভীর। সে-কারণেই একজন জুঁই কেবল তাঁর নিজের থাকেনি, হয়ে উঠেছে সিলেট-সুনামগঞ্জ ভাটি অঞ্চলের সামগ্রিক এক জীবনচিত্র, সময়ের বিস্তারিত..
নিজস্ব প্রকিবেদক ক্লাসিকাল গান দিয়ে গান গাওয়া শুরু করেছিলেন সুস্মিতা দে। কিন্তু শ্রোতাদের ভালোবাসাতে লোকগান গাওয়াতে ঝুঁকে পড়েন। কৈশোর থেকেই সংগীতের বিভিন্ন প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেন গৌরবময় স্থান। সংগীত নিয়ে পড়াশোনা, সংগীত নিয়েই ধ্যান-জ্ঞান সুস্মিতার। এরই মধ্যে আরটিভি ফোক স্টেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি গেয়েছেন চমৎকার কিছু মৌলিক লোকগান। বড় বোন সুপ্রিয়া বিস্তারিত..
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।