সিলেট লাইভ ডেস্ক
সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের সম্পাদক, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তীর বড় ভাই রথীন্দ্র চক্রবর্তী (৪৮) আর নেই।
রোববার সকাল সাড়ে দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে পূর্ব রুপাপুর গ্রামের বাসিন্দা ও তিনি পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মৃত্যুকালে মা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।