মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্ট ও নভেম রিসোর্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে রিসোর্ট খোলা রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিদের থাকতে দেয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় রাধানগরে অবস্থিত নভেম রিসোর্টকে ২০ হাজার টাকা এবং লেমন গার্ডেন রিসোর্টকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন, ২০১৮ এর ২৪ ধারা ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীমঙ্গল মো. নেছার উদ্দিন। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।