জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ গতকাল রোববার এসএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর দিক নির্দেশনায় এএসআই(নিঃ)/ইলিয়াছুর রহমান কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকা হতে উর্মি (১০) নামীয় একজন শিশুকে উদ্ধার পূর্বক নিজ হেফাজতে নেন। অতঃপর উপস্থিত লোকজন ও উদ্ধারকৃত শিশুকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম উর্মি, পিতা-আলী হোসেন, মাতা- রুনা বেগম, সাং-ওমরগাঁও, থানা- অজ্ঞাত, জেলা-অজ্ঞাত জানায়। সঠিক পুনাঙ্গ কোন ঠিকানা বলতে পারছে না।
উক্ত কুড়িয়ে পাওয়া শিশু উর্মি (১০)কে কেউ চিনে থাকলে কিংবা তার প্রকৃত পরিচয় জেনে থাকলে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।