সিলেট লাইভ ডেস্ক :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামী করা হয়েছে প্রায় দেড় সহস্রাধিক লোককে। এছাড়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বাদী হয়ে অপর মামলা দায়ের করেছেন। এ মামলায় জ্ঞাত ৭০–৮০ জন ছাড়াও অজ্ঞাতনামা দেড় হাজার লোককে আসামী করা হয়েছে।
শাল্লা থানার ওসি নাজমুল হক পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তদন্তের স্বার্থে তিনি মামলার আসামীদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
হবিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, আমরা এ হামলার ঘটনায় ব্যথিত। কিন্তু, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আশাকরি, দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আসামীদের ধরতে সক্ষম হবে। একই সাথে তিনি এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান। দুই মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তিনি নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন। ওই দিন রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ নিয়ে সমালোচনা শুরু হলে ঝুমন দাসকে পরদিন রাতে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টার পর থেকে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।