সিলেট লাইভ ডেস্ক :: সিলেটে আসা ২৮ লন্ডন যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, গত ২১ জানুয়ারি লন্ডন থেকে বিমানের বিজি ২০২ ফ্লাইটযোগে ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্বাবধানে তাদেরকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
চার দিন কোয়ারেন্টাইনে থাকার পর গত ২৪ জানুয়ারি সকল যাত্রীর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এসময় করোনা টেস্টে ২৮ জন যাত্রীর পজিটিভ শনাক্ত হয়।
যাত্রীদের মধ্যে ১৫ জন হোটেল নুরজাহানে, ৫ জন ব্রিটানিয়ায়, ৪ জন হলিগেইটে, ৩ জন লা-রোজে এবং হলিসাইডে একজন ছিলেন। তাদেরকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি নজরদারি চলছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।