নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ মোকাবেলায় শাটডাউন বাস্তবায়নে সারাদেশের ন্যায় সিলেটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তিনি নগরের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।
এসময় মাস্ক না পরায় কয়েকজন পথচারীকে জরিমানা করেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এ সময় অনেক পথচারীকে মাস্ক বিতরণ করেন মেয়র।
এদিকে নগরীর লালবাজারে মোরগের দোকানে একাধিক কর্মচারী থাকায় কয়েকজন কর্মচারীকে সতর্ক করেন মেয়র।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।