সিলেট লাইভ ডেস্ক
চলমান লকডাউনে কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার ৯ জুলাই সকাল ১১ টায় সিসিকের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িতে অসহায় মানুষের মাঝে চাল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় সংগঠনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেন, চলমান কোভিড-১৯ মহামারির এই সময়ে আমাদের সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করা প্রয়োজন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের নিরাপদ ও সমৃদ্ধ জীবনের জন্য কাজ করছেন। আমাদের সকলকে মানুষের জীবন বাঁচাতে ও সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করা উচিত। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ বাদশা গাজী, ডা. শাহিন আহমদ, লায়ন কাজি মুকিত সুমন প্রমুখ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।