সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধগতিতে লকডাউনের ২য় দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে একটি বিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে জহুরা কমিউনিটি সেন্টারে এই জরিমানা করা হয়।
কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল।
এসময় বর কনের পক্ষ থেকে মুচলেকাও নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে থানা পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।