স্টুডেন্ট ইউনিটি (ডিজাস্টার ম্যানেজমেন্ট) সিলেট এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সংগঠনের মিডিয়া পার্টনার দৈনিক শ্যামল সিলেট পত্রিকা অফিসে সামনে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা অভিযানের কাজ নাইওরপুল পয়েন্ট থেকে শুরু করে জেল রোড, বারুদখানা, পূর্ব জিন্দাবাদ হয়ে জিন্দাবাদ পয়েন্ট পর্যন্ত দুইপাশের রাস্তাঘাট-সহ দোকান ও মার্কেটের সামন পরিস্কার পরিচ্ছন্নতা ও স্যানিটেশন করা হয়।
মানবতার সেবায় মহামারি করোনা কালিন এই লকডাউনের প্রথম দিনে স্টুডেন্ট ইউনিটের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের কাজ অব্যাহত আছে।
লকডাউনের মাঠের চিত্র পর্যবেক্ষণে মিডিয়ার ফটো সাংবাদিক ও আইনশৃঙ্খলাবাহিনী পরিচ্ছন্ন ও জীবাণুনাশক কাজে ছাত্র দিয়ে গঠিত স্টুডেন্ট ইউনিটি (ডিজাস্টার ম্যানেজমেন্ট) এর সুশৃঙ্খল ভাবে এমন মানবিক কাজের প্রংশসা করেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।