সিলেট লাইভ ডেস্ক :: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনায় আটক মহানগর পুলিশের কনস্টেবল হারুনুর রশিদের জামিন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন।শুনানি শেষে আদালতের বিচারক আব্দুর রহিম জামিনের আবেদন নামঞ্জুর করেন।
রায়হানের আইনজীবী ও সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জামিন নামঞ্জুর হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আদালতে তার জামিনের বিরোধীতা করেছি। আমাদের বক্তব্য শুনে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এদিকে, কনস্টেবল হারুনের জামিন শুনানীর খবর পেয়ে রায়হানের মা সালমা বেগমসহ তার পরিবারের লোকজন আদালত প্রাঙ্গণে হাজির হন।
নগরীর আখালিয়ার নেহারীপাড়ার বাসিন্দা রায়হান আহমদকে গত বছরের ১১ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে আসে পুলিশ। এরপর ওইদিন সকালে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
সিলেটলাইভ২৪ডটকম/১২জানুয়ারি/এসবি
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।