সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
(২০ এপ্রিল) বুধবার বিকালে শিবগঞ্জস্থ হাতিম আলী মাজার ও লাকরীপাড়া কলোনীতে মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো: নাঈম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাকরীপাড়া এলাকার মুজিবুর রহমান জাস্টিজ, জাফর উল্লাহ মুক্তা, মাহবুবুর রহমান জুনেদ, সাজ্জাদুর রহমান সাজু, খালেদ আহমদ, সামাদ আহমদসহ ছাত্রলীগ নেতাকর্মী।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।