নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বড়শালা এলাকার নয়াবাজার থেকে শাহিন আহমদ (২৯) নামের এক জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিন বিমানবন্দর থানাধীন বড়শালা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে ৫ হাজার ৩০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে।
এ ঘটনায় শাহিনকে আসামী করে বিমানবন্দর থানা পুলিশ মামলা দায়ের করে। বুধবার (২১ এপ্রিল) রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে শাহিনকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের প্রেরণ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।