সিলেটের বিয়ানীবাজারের চারখাই এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার ৫ আগস্ট বেলা ১২ টার দিকে চারখাই এলাকার মিলন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী জকিগঞ্জের উত্তরপুর গ্রামের সনফর আলীর ছেলে হাসান আহমদ সাগর (২২) এবং একই থানার দিঘলীগ্রাম এলাকা মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজ (৪৮)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।