সুনামগঞ্জ থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় জব্দ করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও মোবাইল ফোন।
আটক হওয়া অস্ত্র ব্যবসায়ীরা হলেন স্থানীয় ওয়েজখালী এলাকার মৃত সামছুল হকের ছেলে মো. সুলেমান (৩৪) ও একই এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. আবিদ হাসান (২৪)।
মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এহসান মার্কেটের নানা-নাতি রেস্টুরেন্ট’র সামনে তাদের আটক করা হয়।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় র্যাব-৯। অভিযানে পর উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-৯’র সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল অংশ নেয়।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।