বালাগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন। তিনি গত রোববার (২১ মার্চ) বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় করেন।
এ উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এডভোকেট আব্দুর রকিব মন্টু দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, জাহেদুল ইসলাম, জাগির হোসেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।