নিজস্ব প্রতিবেদক
সিলেটের বালাগঞ্জে দুর্বৃত্তের হামলায় গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম দিরাজ পাল (৬৩)। তিনি দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে এবং গহরপুর রতনপুর ব্রিকফিল্ডে ৮ বছর ধরে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ব্রিকফিল্ডে প্রবেশ করে তাকে (দিরাজকে) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ফিল্ডের টাকাপয়সা লুট করে তারা পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়ভাবে খবর পেয়ে ব্রিকফিল্ডের মালিকপক্ষের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিরাজের স্বজনরা জানান, জুম্মার পর কে বা কারা দিরাজ পালকে কুপিয়ে ও আঘাত করে পালিয়ে যায়।
ব্রিকফিল্ডের ব্যবস্থাপক খুনের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বিকেল ৫টায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। খুনিদের ধরতে পুলিশের চারটি টিম কাজ করছে। নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।