বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থান অথবা চারপাশে লাল রঙের লাইফবয় সাবান টুকরো টুকরো করে ছিটিয়ে রাখুন। লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারবেনা। অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনো স্থানে রাখতে পারেন।
কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল অথবা রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছিটিয়ে দিতে হবে। এতে সাপ ঘরে ঢুকবে না। সাপ যদি ঘরে ঢুকে পরে তাহলে লাল মরিচ পুড়িয়ে দিন, সাপ থাকলে ঘর থেকে বেরিয়ে যাবে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।