সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কামালগড়, চালিবন্দর রামকৃষ্ণ বালিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও উপশহরের তেররতন এলাকার বন্যার্তদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নুরুদ্দীন আহমদ এডভোকেট, ভাইস-প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুুমিন, পরিচালক (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
এছাড়াও ষ্টেশন ক্লাবের সদস্য মিলাদ আহমদ, উত্তম ঘোষ, চালিবন্দর রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ভট্টাচার্য।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।