সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ভরন সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের শিকার হয়েছেন সিলেটের দুই সাংবাদিক। হামলায় আহতরা হলেন দৈনিক জালালাবাদ’র ফটো সাংবাদিক এটি এম তুরাব এবং দৈনিক শ্যামল সিলেট’র ফটো সাংবাদিক আজমল আলী। বুধবার দুপুরে এঘটনা ঘটে।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।