সিলেট লাইভ ডেস্ক :: সিলেট ৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী কবর জিয়ারত করেছেন। এসময় তিনি প্রয়াত সংসদ সদস্যের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
রোববার (১৬ মে) বিকেলে প্রয়াত সংসদ সদস্য আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর ফেঞ্চুগঞ্জস্থ বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নিলেন। এসময় প্রয়াত নেতার স্ত্রী ফারজানা সামাদ চৌধুরীর সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুশল বিনিময় করেন ও তার শারীরিক অবস্থারও খোঁজ-খবর নেন। এ সময় ফারজানা সামাদ চৌধুরী তার খোঁজ-খবর নেয়ায় হাবিবুর রহমান হাবিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।