নবীগঞ্জ সংবাদদাতা
নবীগঞ্জে চলমান লকডাউনের ৯ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১০টি মামলা ও ৩ হাজার ২০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
শুক্রবার (৯ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার, সৈয়দপুর বাজার ও কামারগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য।
লকডাউনের ৯ম দিন শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তিদের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় এবং ১০টি মামলা দেওয়া হয়েছে।
এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।