নবীগঞ্জে চলমান কঠোর লকডাউনের ৭ম দিন বুধবার (৭ জুলাই) নবীগঞ্জ বাজারের গাজীর টেক, শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড, ওসমানী রোড সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলা ১৩ হাজার জরিমানা করা হয়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার ৭ জুলাই চলমান লকডাউনের ৭ম দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নবীগঞ্জ বাজারের গাজীর টেক, শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড, ওসমানী রোডে সকাল হতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৪টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।