নবীগঞ্জে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। লকডাউনের ৩য় দিন সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় অর্থদন্ড করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম নিয়াজ সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে টহল দেয়া হয়।
জানা যায়- কঠোর লকডাউন কার্যকর করতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নবীগঞ্জ শহর, কাজিরবাজার, হরিনগর, র্ফাম বাজার, সোনাপুর, অলিমপুর বাজারসহ বিভিন্ন বাজারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল সেনা সদস্য অভিযান পরিচালনা করে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।