সিলেট লাইভ ডেস্ক :: নগরীর সওদাগরটুলা এলাকা থেকে ভারতীয় মালামালসহ মো. আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও এএসআই ঝুটন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সওদাগরটুলা খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মেহেদী ও স্যান্ডেল উদ্ধার করা হয়। এ কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- এ ঘটনায় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ-১১/০৪/২০২১খ্রি.) দায়ের করেছেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।