সিলেটে হঠাৎ করে বেড়েছে বানরের উপদ্রব। বিশেষ করে রমজান মাসে খাবার সংকটের কারণে প্রায়শই হামলে পড়ছে মানুষের উপর। শিশুদের সরাসরি আক্রমণ করছে বানরের দল।
সর্বশেষ শনিবার দুপুরে নগরীর নওয়াব রোড এলাকায় বানরের আক্রমণে মারাত্নক আহত হয়েছে দুই শিশু।
জানা যায়, নওয়াব রোড এলাকার ডক্টর গার্ডেনের বাসিন্দা ডাঃ গোলাম রব সুয়েবের দুই ছেলে আহমেদ সাদেকিন ও আহমেদ সাকেরিন নানার বাসা থেকে নিজ বাসায় যাওয়ার সময় পথিমধ্যে বানরের আক্রমণের শিকার হয়। এসময় তারা বানরের কামড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।